শনিবার (৩১ আগস্ট) সিনেটর ক্রিস ভ্যান হোলেন জানিয়েছেন, তাকে ও সিনেটর জেফ মার্কলিকে গাজা সিটিতে বিমান থেকে ত্রাণ ফেলার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইল।
ভ্যান হোলেন এক এক্স বার্তায় বলেন, ‘নেতানিয়াহু গাজায় ত্রাণের ট্রাক প্রবেশ সীমিত করছেন – যা ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছে দেয়ার সর্বোত্তম উপায়। তাই জর্ডান বিমানে করে কিছু ত্রাণ পৌঁছে দিচ্ছে।’
হোলেন আরও বলেন, ‘জর্ডানের অধিবাসীরা বলেছিলেন, ‘সিনেটর জেফ মার্কলি ও আমি গাজায় ত্রাণ ফেলা বিমানে যোগ দিতে পারি। কিন্তু ইসরাইল আমাদের নির্ধারিত ফ্লাইটের জন্য অনুমোদন প্রত্যাখ্যান করেছে।’
আরও পড়ুন: হামলার ভয়ে ‘গোপন স্থানে’ মন্ত্রিসভার বৈঠক করবেন নেতানিয়াহু!
মার্কিন সিনেটররা যাতে গাজা সিটিতে চলমান ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করতে না পারেন সেজন্য তাদের অনুমতি দেয়া হয়নি বলে মনে করা হচ্ছে।
এর কয়েক ঘণ্টা আগেই সিএনএন এক প্রতিবেদনে জানায়, গাজা সিটির ভেতরে বড় ধরনের অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলি বাহিনী। তার আগে বিমান থেকে ত্রাণ এয়ারড্রপ বন্ধ এবং ত্রাণের ট্রাক প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে ইসরাইল।
এদিকে গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১১ জন নিহত হয়েছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এদিকে ইসরাইলের বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন শত শত ফিলিস্তিনি। গেরস্থালির মালপত্র ট্রাক, ভ্যান ও গাধার গাড়িতে তুলে এলাকা ছাড়ছেন তারা।
]]>