গাজায় ফের কেন যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিচ্ছেন নেতানিয়াহু?

১ সপ্তাহে আগে
দীর্ঘ ১৫ মাসের সংঘাতের পর অবশেষে গাজায় যুদ্ধ বিরতিতে চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রয়েছে। তবে এরইমধ্যে গাজায় নতুন করে হামলার হুমকি দিয়ে রেখেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, এটি স্বল্পস্থায়ী। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরাইল।

 

তিনি বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে তার দেশ হামাসের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে।

 

ভাষণে যুদ্ধবিরতিকে নিজের জয় বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এজন্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা করেছেন বলেও মন্তব্য তার।

 

গাজায় নেতানিয়াহুর ফের যুদ্ধ শুরুর হুমকি নিয়ে আলজাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেন, ‘মূলত গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরাইল। যে কারণে নেতানিয়াহু ফের যুদ্ধ শুরুর হুমকি দিচ্ছেন। নেতানিয়াহু যা বলছেন তা আক্ষরিক অর্থে নেয়ার বিষয় নয়।’

 

আরও পড়ুন: গাজায় আরও আগ্রাসী রূপে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহুর

মারওয়ান বিশারা বলেন,

এটা ঠিক যে, নেতানিয়াহু ৭ অক্টোবরের পরের সপ্তাহ এবং মাসগুলোতে যেখানে ছিলেন, তার চেয়ে আজ তার রাজনৈতিক অবস্থান ভালো। গত বছরের পর তিনি অনেক ইসরাইলিদের কাছে নিজেকে একজন যুদ্ধের নায়ক হিসেবে প্রমাণ করেছেন। তিনি যত বেশি ফিলিস্তিনিদের হত্যা করেছেন, হামাসের অবকাঠামো ধ্বংস করেছেন, তত বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, তিনি কি এখন নির্বাচনে জয়ী হওয়ার অবস্থানে আছেন? আমার তো সেটা মনে হয় না।

 

এই কারণেই নেতানিয়াহু এই কৌশল চালিয়ে যাচ্ছেন বলে মনে করেন বিশারা।

 

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি / রাফাহ ছাড়ছে ইসরাইলি সেনারা

 

তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু এখনও মনে করেন তার জনপ্রিয়তা ফিরে পাওয়ার আরও অনেক জায়গা রয়েছে। কারণ যুদ্ধের লক্ষ্য, যেমনটি তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর নির্ধারণ করেছিলেন, তা পূরণ হয়নি।’

]]>
সম্পূর্ণ পড়ুন