গাজায় পুষ্টিকর সাপ্লিমেন্টের জন্য দাঁড়ানো ১০ শিশুকে হত্যা করল ইসরাইল

৪ সপ্তাহ আগে
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার মধ্যাঞ্চলে একটি মেডিকেল পয়েন্টের কাছে ১০ শিশু ও দুই নারীসহ অন্তত ১৫ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দেইর আল-বালাহ শহরে পুষ্টিকর সাপ্লিমেন্টের জন্য লাইন দাঁড়ানো গাজাবাসীদের ওপর এই হামলা হয়েছে।

 

হাসপাতাল থেকে পাওয়া এক রক্তাক্ত ভিডিও একাধিক শিশুর মরদেহ এবং আরও কিছু আহত শিশুকে চিকিৎসা দেয়ার দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

 

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ওই এলাকায় ‘হামাস সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। নিরীহ ব্যক্তিদের কোনো ক্ষতি করার জন্য তারা দুঃখিত এবং এ খবরের সত্যতা যাচাই করে দেখছে।

 

আরও পড়ুন: ইসরাইলের একগুঁয়েমির কারণে যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থা: হামাস

 

পুষ্টিকর সাপ্লিমেন্ট বলতে সাধারণত ভিটামিন ডি ট্যাবলেট, আয়রন ট্যাবলেন, ওমেগা সাপ্লিমেন্ট ও গুড়ো প্রোটিনের মতো নানান সহায়ক পথ্যকে বোঝায়। গাজার ওই মেডিকেল পয়েন্ট থেকে কী কী পাওয়া যাচ্ছিল তা জানা যায়নি।

 

বৃহস্পতিবার গাজার অন্যত্র হামলায় আরও ২৬ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি নিয়ে দোহায় ইসরাইলি এবং হামাস প্রতিনিধিদলের মধ্যে আলোচনার মধ্যেও গাজায় হামলা থেমে নেই।

 

আরও পড়ুন: গাজার ফিলিস্তিনিদের রাফাহ ক্যাম্পে সরানোর পরিকল্পনা ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর!

 

দোহার এ আলোচনায় কাতার ও মিশরের পাশাপাশি মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রও। আলোচনায় শিগগিরই ফল আসবে বলে ওয়াশিংটন আশাবাদ ব্যক্ত করলেও হামাস ও ইসরাইলের কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যে দ্রুত কোনো আশা দেখা যাচ্ছে না।

]]>
সম্পূর্ণ পড়ুন