ইস্টার সানডের বার্তায় পোপ ফ্রান্সিস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। নিউমোনিয়া থেকে সেরে ওঠা ৮৮ বছর বয়সী পোপ সেন্ট পিটার্স ব্যাসিলিকার প্রধান ব্যালকনিতে সংক্ষিপ্তভাবে উপস্থিত হয়ে এই বার্তা দেন। চিকিৎসকের পরামর্শে কাজের চাপ কমিয়ে আনা পোপ এবার ভ্যাটিকানের ইস্টার ম্যাসে সভাপতিত্ব না করলেও অনুষ্ঠানের শেষে উরবি এট অরবি’ (শহর ও বিশ্বের জন্য) নামে আশীর্বাদ ও বার্তা দেন। ... বিস্তারিত