মঙ্গলবার (২২ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ওই কর্মকর্তার মতে, এতে যুদ্ধবিরতি পাঁচ থেকে সাত বছর স্থায়ী হওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে সমস্ত ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়ার কথা এবং যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির কথাও বলা হয়েছে।
আরও পড়ুন:গাজায় চিকিৎসক হত্যা নিয়ে ইসরাইলের প্রতিবেদন মিথ্যায় ভরা: রেড ক্রিসেন্ট
এছাড়া গাজা থেকে সম্পূর্ণ ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে নতুন প্রস্তাবে।
এ বিষয়ে হামাসের একটি জ্যেষ্ঠ প্রতিনিধিদল আলোচনার জন্য কায়রোতে যাবেন বলে জানা গেছে।
এক মাস আগে উভয় পক্ষের হওয়া শেষ যুদ্ধবিরতি ভেঙে যায়। ইসরাইল যখন গাজায় আবার বোমাবর্ষণ শুরু করে। এরপর উভয় পক্ষই যুদ্ধবিরতি ভাঙার জন্য একে অপরকে দোষারোপ করে।
তবে ইসরাইল কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের পরিকল্পনা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
]]>