গাজায় ইসরাইলি জিম্মিদের হস্তান্তর শুরু

৪ ঘন্টা আগে
আন্তর্জাতিক রেকক্রস (আইসিআরসি) জানিয়েছে, গাজা যুদ্ধবিরতির অংশ হিসেবে জিম্মি ও বন্দিদের মুক্তি প্রক্রিয়া শুরু করেছে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার (১৩ অক্টোবর) সকালে প্রথম পযার্য়ে কয়েকজন ইসরাইলি জিম্মিকে উত্তর গাজায় রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস।

 

টাইমস অব ইসরাইল জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি জিম্মিদের হস্তান্তর শুরু করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এরইমধ্যে প্রথম ধাপে সাতজন ইসরাইলি জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন: জিম্মিদের তালিকা দিল হামাস, ইসরাইলের কারাগারের কাছে রেডক্রসের বাস

 

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যে সাতজন জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে তারা হলেন যমজ সন্তান গালি এবং জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া-দালাল।

 

এদিকে জিম্মি মুক্তির খবরে তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে উল্লাস ফেটে পড়েছেন হাজারো ইসরাইলি নাগরিক।

 

জিম্মিদের মুক্তির খবরে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করছে, গান গাইছে এবং কেউ কেউ ইসরাইলের পতাকা উড়াচ্ছেন। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন