গাজার ডাক্তারদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের প্রচার বন্ধ করলো বিবিসি

২ সপ্তাহ আগে
‘গাজা: ডক্টরস আন্ডার অ্যাটাক’ শিরোনামের গাজার চিকিৎসকদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রচার বন্ধ করে দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটির দাবি, প্রযোজনা সংস্থা বেইসমেন্ট ফিল্মসের সঙ্গে আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে। তবে তথ্যচিত্রটির নির্মাতা সংস্থার অভিযোগ, বিবিসির সাংবাদিকরা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন এবং মুখ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

গাজার চিকিৎসকদের নিয়ে তৈরি করা একটি প্রামাণ্যচিত্র সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিবিসি। ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, ওই প্রামাণ্যচিত্র প্রচার হলে গাজার ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

বিবিসির প্রযোজনায় ‘গাজা: ডক্টরস আন্ডার অ্যাটাক’ শিরোনামের ওই প্রামাণ্যচিত্রটি তৈরি করেছে বেইসমেন্ট ফিল্মস নামের স্বাধীন একটি প্রযোজনা সংস্থা। বিবিসিতে সেটি প্রচারের কথা ছিল গত ফেব্রুয়ারিতে। কিন্তু পর্যালোচনা ও তথ্য যাচাইয়ের কথা বলে বিবিসি এতদিন বিষয়টি ঝুলিয়ে রেখেছিল বলে জানা গেছে।

 

অবশেষে সংবাদমাধ্যমটি জানায় বিষয়টি নিয়ে বেইসমেন্ট ফিল্মসের সঙ্গে তাদের আলেচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে, ওই প্রমাণ্যচিত্র বিবিসিতে সম্প্রচার করা হবে না। প্রামাণ্যচিত্রটির মালিকানা নির্মাতা কোম্পানি বেইসমেন্ট ফিল্মসকেই দেয়া হবে।

 

বিবিসির দাবি, প্রামাণ্যচিত্রটি কখনো তাদের চূড়ান্ত সম্প্রচার অনুমোদনের ধাপ অতিক্রম করেনি। যদি এটি কোথাও সম্প্রচারিত হয়, তবে সেটি বিবিসির হিসেবে হবে না। বিবিসি বলছে, গাজা যুদ্ধ নিয়ে তারা বহু তথ্যভিত্তিক প্রতিবেদন এবং প্রামাণ্যচিত্র সম্প্রচার করেছে। তবে চিকিৎসকদের গল্প তুলে ধরতে না পারায় দুঃখ প্রকাশ করে বিবিসি।

 

আরও পড়ুন: গাজা থেকে আরও ৩ ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধার

 

এর আগে প্রযোজনা সংস্থা বেইসমেন্ট ফিল্মসের প্রতিষ্ঠাতা বেন ডি পিয়ার এক প্রামাণ্যচিত্র উৎসবে অভিযোগ করেন, বিবিসির সাংবাদিকরা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন এবং মুখ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। তিনি সরাসরি বিবিসির মহাপরিচালক টিম ডেভির সমালোচনা করে বলেন, তিনি একজন পিআরের লোক, সম্পাদকীয় সিদ্ধান্ত নেয়ার যোগ্যতা তার নেই।

 

তিনি আরও বলেন, যদি বিবিসি সংবাদ এবং সমসাময়িক ঘটনা দেখাতে ব্যর্থ হয়, তাহলে তারা যে নাটক বা খেলাই দেখাক, গণমাধ্যম হিসেবে তারা ব্যর্থ। বিবিসিতে নতুন নেতৃত্ব প্রয়োজন বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

 

এ বিষয়ে গার্ডিয়ান বলছে, বিবিসির দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখায় ওই প্রামাণ্যচিত্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন। এর আগে গাজা: হাউ টু সারভাইভ আ ওয়ারজোন শিরোনামের আরেকটি প্রামাণ্যচিত্র সরিয়ে নেয়া বিবিসি। ওই প্রামাণ্যচিত্রও বিবিসির প্রযোজনায় বাইরের নির্মাতার মাধ্যমে তৈরি করা হয়েছিল।

 

আরও পড়ুন: ইরানে মার্কিন হামলা নিয়ে কী বললো আরব বিশ্ব?

 

ওই প্রামাণ্যচিত্রের বর্ণনাকারী একজন হামাস কর্মকর্তার ছেলে– এটা জানার পর বিবিসি তাদের আইপ্লেয়ার থেকে সেটি সরিয়ে নেয় এবং প্রযোজনার প্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু হয়। পরে গাজা: ডক্টরস আন্ডার অ্যাটাক প্রামাণ্যচিত্রের সম্প্রচারও স্থগিত করা হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন