গাজা শহর দখলে আরও ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করবে ইসরাইল

১ সপ্তাহে আগে
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় যুদ্ধ আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। রয়েছে গাজা শহর দখলের পরিকল্পনাও। সেই লক্ষ্যে আরও ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করতে যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন।

আল জাজিরার প্রতিবেদন মতে, বুধবার (২০ আগস্ট) গাজার সবচেয়ে ঘনবসতিপূর্ণ কয়েকটি এলাকায় অভিযান শুরুর পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এই সামরিক অভিযান পরিচালনার জন্য আগামী কয়েক সপ্তাহে ৬০ হাজার রিজার্ভ সেনা ডাকা হবে।

 

ইসরাইলি প্রতিরক্ষা আরও জানান, গাজা শহর অধিগ্রহণের প্রাথমিক পরিকল্পনায় স্বাক্ষর করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভাও গাজা দখলের নীতিতে সম্মতি জানিয়েছে। 

 

তবে হামাসের হাতে বন্দি থাকা জিম্মিদের পরিবারগুলো বেনিয়ামিন নেতানিয়াহুর এই পরিকল্পনাকে সমর্থন করেনি। শুধু তা-ই নয়, ইসরাইলের অনেক গোষ্ঠীও নেতানিয়াহুর পরিকল্পনার সঙ্গে সহমত নন।

 

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান

 

এদিকে ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের জন্য একটি বিতর্কিত পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন ঘোষণা করেছে। গত সপ্তাহেই পরিকল্পনাটি ঘোষণা করেন দেশটির চরম ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্টিচ।

 

জেরুসালেমের পুবদিকে ই১ নামের একটি ভূখণ্ডের উন্নয়নের প্রস্তাব আছে এই প্রকল্পে। সেখানে সাড়ে তিন হাজার নতুন অ্যাপার্টমেন্ট বানিয়ে বর্তমানের মালে আদুমিম বসতিকে আরও বিস্তৃত করবে নেতানিয়াহু সরকার।

 

জাতিসংঘ বলেছে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিম তীর বিভক্ত হবে এবং এতে করে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা আরও দূরে সরে যাবে। স্মোট্টিচের অর্থ মন্ত্রণালয়েল একটি বিবৃতিতেও সে কথা স্বীকার করা হয়েছে। বলা হয়েছে, তারা ‘ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়টিকে বাদ দিচ্ছে’। 

 

আরও পড়ুন: কূটনৈতিক টানাপোড়েন / অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে একজন ‘দুর্বল’ রাজনীতিবিদ বললেন নেতানিয়াহু!

 

]]>
সম্পূর্ণ পড়ুন