গাজা পরিস্থিতি আলোচনায় জরুরি সম্মেলন আয়োজন করছে মিশর

১ মাস আগে
গাজায় চলমান সংকট এবং বৃহত্তর ফিলিস্তিনি উদ্বেগ নিয়ে আলোচনার জন্য আরব দেশগুলো নিয়ে জরুরি সম্মেলন আয়োজন করতে চলেছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

খবরে বলা হয়েছে, রোববার (৯ ফেব্রুয়ারি) মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গাজার চলমান সংকট এবং বৃহত্তর ফিলিস্তিনি উদ্বেগ নিয়ে আলোচনা করার জন্য মিশর আগামী ২৭ ফেব্রুয়ারি কায়রোতে একটি জরুরি সম্মেলন আহ্বান করেছে।

 

আরও জানিয়েছে, ফিলিস্তিনসহ বেশ কয়েকটি আরব দেশের মধ্যে আলোচনার পর এই সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফিলিস্তিন আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের জন্য অনুরোধ জানিয়েছিল। আরব লীগের বর্তমান সভাপতি বাহরাইন ও আরব লীগ সচিবালয়ের সাথেও শীর্ষ সম্মেলনের বিষয়টি সমন্বয় করা হয়েছে।

 

আরও পড়ুন: নেতানিয়াহুর বক্তব্যের কড়া জবাব সৌদি আরবের

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের সাম্প্রতিক বহুল বিতর্কিত বক্তব্যের প্রতিক্রিয়ায় এই জরুরি সম্মেলন ঘোষণা এলো। গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরকালে গাজা নিয়ে বিতর্কিত বক্তব্য দেন ট্রাম্প। যার সমর্থন করেন নেতানিয়াহুও।

 

ট্রাম্প ও তার সরকারের শীর্ষ কর্মকর্তারা গাজা থেকে ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানের মতো প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন, যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এরপর ফিলিস্তিনিদের সরিয়ে উপত্যকার ‘উন্নয়ন’ করবেন।

 

আরও পড়ুন: দেশে ফিরলেন গাজায় বন্দি ৫ থাই নাগরিক

 

ট্রাম্প প্রশাসনের এমন অকানাঙ্ক্ষিত বক্তব্য ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। আরব দেশগুলোসহ বিশ্বের বেশিরভাগ দেশই সঙ্গে সঙ্গেই ট্রাম্পের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ একে ‘জাতিগত নির্মূল’ পরিকল্পনা বলে অভিহিত করেছে।  

 

]]>
সম্পূর্ণ পড়ুন