গাছের গোড়ায় মিলল অবিস্ফোরিত ২ গ্রেনেড, আতঙ্ক

৬ দিন আগে
ফেনীর ফুলগাজীতে গাছের গোড়া থেকে অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় কৃষক মামুন গরু চরাতে গিয়ে দক্ষিণ ধর্মপুর ২নং ওয়ার্ডের সুজামিয়া প্রধানের বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে গাছের গোড়ায় গ্রেনেডের মতো বস্তু চোখে পড়লে তিনি আতঙ্কিত হয়ে দ্রুত স্থানীয়দের জানান। পরে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।


খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে ও গ্রেনেড উদ্ধারের জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর পাঠায়।


আরও পড়ুন: বগুড়ায় খালে মিলল ৬ গ্রেনেড, ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনাবাহিনী


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেড দুটি বহু পুরনো। দীর্ঘদিন মাটির নিচে পুঁতে রাখা ছিল। সাম্প্রতিক বর্ষা ও বন্যার কারণে ওপরের মাটি সরে গিয়ে এগুলো দৃশ্যমান হয়েছে।


ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। বোম ডিসপোজাল টিম ছাড়া এ মুহূর্তে গ্রেনেড দুটি সম্পর্কে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। টিমকে খবর দেয়া হয়েছে, তারা এসে সঠিকভাবে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন