শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এই ফলাফল জানান।
মনোনয়নপত্র বাতিল প্রার্থীরা হলেন: বিভিন্ন কাগজপত্রে ত্রুটি থাকায় ও সমর্থনকারী ভোটার সঠিক না হওয়ায় গাইবান্ধা-০৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আজিজার রহমান, এসএম খাদেমুর ইসলাম খুদি ও জনতার দলের প্রার্থী মঞ্জুরুল হকের মনোনয়ন বাতিল হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পার্টিসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, স্থগিত ইসলামী আন্দোলন
গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ তালুকদার। গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী শ্রী নিরমল, গনঅধিকার পরিষদের প্রার্থী সামিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সুজাউদৌলা সাজু ও হাসান মেহেদী বিদ্যুতের মনোনয়নপত্র বাতিল করা হয়।
গাইবান্ধা-০৩ (পলাশবাড়ি-সাদুল্লাপুর) ও গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) ও গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ২৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গাইবান্ধা-১ ও ২ আসনে সিপিবি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির (একাংশ) মনোনীত ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ৬টি আসনে ৩৮টি মনোনয়নের ১৭টি বাতিল, স্থগিত ১
গাইবান্ধা-১ আসনের জামায়াত ইসলামী প্রার্থী মাজেদুর রহমান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টভুক্ত জাতীয় পার্টির (একাংশ) প্রার্থী মো. মাহফুজুল হক সরদার, ইসলামী আন্দোলনের রমজান আলী, স্বতন্ত্র প্রার্থী সালমা আক্তার ও মোস্তফা মহসিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
গাইবান্ধা-২ (সদর) আসনের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মিহির কুমার ঘোষ, ইসলামী আন্দোলনের মোহাম্মদ আব্দুল মাজেদ ও খেলাফত মজলিসের এ কে এম গোলাম আযমের মনোনয়ন বাতিল করা হয়।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·