গাইবান্ধায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

১ সপ্তাহে আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী আজেদা বেগমকে (২৮) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় স্বামী শামীম মিয়াকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ অক্টোবর) রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার শামীম মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কানিপাড়া  গ্রামের মৃত মাফু ফকিরের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।


নিহত আজেদা বেগম একই  উপজেলার চাঁদপাড়া গ্রামের মৃত রাজা মিয়ার মেয়ে। সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যের বাসায় কাজ করে আজেরা সংসার চালাতেন।


এর আগে গত ২১ অক্টোবর সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার এমপি পাড়ার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্বামী শামীম তার স্ত্রী আজেদাকে ধারালো ছুরি দিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।


আরও পড়ুন: গাইবান্ধায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু


স্বজনদের অভিযোগ, শামীম মাদকাসক্ত  ছিলেন এবং মোবাইল ফোনে জুয়ায় আসক্ত ছিলেন। এসব নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন ঝগড়ার এক পর্যায়ে শামীম ক্ষিপ্ত হয়ে আজেদার পেটে ছুরি দিয়ে আঘাত করেন। পরে ছেলেকে হত্যার হুমকি দিয়ে তিনি পালিয়ে যান।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘আজেদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় নিহতের চাচা আশরাফ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরই অভিযান চালিয়ে আসামি শামীমকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন