গাইবান্ধায় স্টেশন মাস্টারকে মারধর, স্বামী-স্ত্রী কারাগারে

৩ সপ্তাহ আগে
গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেমকে মারপিটের ঘটনায় অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তারা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা এলাকার মোহাম্মদ আলীর ছেলে আনোয়ারুল হক (৩৫) ও তার স্ত্রী মহিমা বেগম (৩০)।
 

রোববার (১৫ জুন) দুপুরে আসামীদেরকে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিষয়টি নিশ্চিত করেন, বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার।
এর আগে শনিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই যাত্রীর মধ্যে বিরোধ মেটাতে গেলে গাইবান্ধা স্টেশনমাস্টার আবুল কাশেমকে প্রকাশ্যে কিলঘুষি মারতে থাকেন আনারুল। 

আরও পড়ুন: গাইবান্ধায় স্টেশন মাস্টারকে মারধর, স্বামী-স্ত্রী গ্রেফতার

একপর্যায়ে উলঙ্গ হওয়ার পরও স্টেশনমাস্টারকে টেনে হেঁচড়ে নিয়ে মারধর করেন তিনি। এসময় দৌড়ে এসে মারধরে অংশ নেন আনারুলের স্ত্রী মহিমা। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে। পরে অভিযুক্ত আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ।


বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার পর অভিযুক্ত আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বোনারপাড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে। আসামিদের সোপর্দ করা হলে আদালত তারেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন