গাইবান্ধায় বাসচাপায় নারী নিহত

৪ সপ্তাহ আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় মরিয়ম আক্তার (৩০) নামের এক নারী নিহত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের ৮নং ওয়ার্ডের পান্তাপাড়া নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাস চাপায় তিনি নিহত হন।


নিহত মরিয়ম বেগম গোবিন্দগঞ্জ পৌরসভা পান্তা পাড়ার সেলু শেখের মেয়ে ও  স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকের নার্স হিসাবে কর্মরত ছিলেন।


দুর্ঘটনার পর ঘাতক চালক ও বাসটিকে স্থানীয়  জনতা আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।


এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে মরিয়ম বেগম সড়ক পারাপারের সময় দ্রুতগামী শঠিবাড়ি স্পেশাল নামক একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়।


আরও পড়ুন: মালয়েশিয়ায় পিকআপ ভ্যান উল্টে ২ বাংলাদেশি নিহত


দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়কটি অবরোধ করে ফুট ওভার ব্রিজের দাবি করে।


এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ও গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাস্থলে গিয়ে ফুট ওভার ব্রিজ ও দুঘর্টনা এড়াতে ট্রাফিক ব্যবস্থার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন