গাইবান্ধায় ডোবা ও নালা থেকে ২ মরদেহ উদ্ধার

১ সপ্তাহে আগে
গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মালিয়ানদহ ভেগীর ব্রিজ এলাকার নালা থেকে আব্দুল গোফ্‌ফার ও দুপুরে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকা থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়।


নিহত আব্দুল গোফ্‌ফার ওই উপজেলার পবনাপুর ইউনিয়নের বুজরুক বরকতপুর এলাকার মৃত কফিল উদ্দিন সরদারের ছেলে। সুমন মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের মাঠের পার গ্রামের  আবুল কালাম আজাদের ছেলে।


স্থানীয়রা জানান, সোমবার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আব্দুল গোফ্‌ফার। পরে গভীর রাত পর্যন্ত পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার সকালে তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভেগীর ব্রিজ এলাকার নালা থেকে আব্দুল গোফ্‌ফার সরদারের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।


আরও পড়ুন: মানিকগঞ্জে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার


পলাশবাড়ীর হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাদত হোসেন জানান, নালার পানি থেকে ভাসমান অবস্থায় ওই  ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।


এ দিকে মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড় এলাকা থেকে সুমন মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সুমনের মরদেহ ডোবায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন