গাইবান্ধায় জামায়াতের গণসংযোগে আ.লীগের হামলার অভিযোগ

৬ দিন আগে
গাইবান্ধায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জামায়াত কর্মী আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামের ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও ওই গ্রামের আব্দুল রহমান মণ্ডলের ছেলে শিপন মন্ডল এবং তার ছোট ভাই জামায়াত কর্মী স্বপন মণ্ডল। তারা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


জামায়াতের কর্মীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত কর্মীরা দাওয়াতি গণসংযোগ করতে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামে যান। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেন। পরে বাধা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে গেলে নান্দিয়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী  জামায়াত কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে স্বপন মন্ডল ও শিপন মণ্ডল নামের দুই জামায়াত কর্মী গুরুতর আহত হন। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: উপজেলা বিএনপির সহ-সভাপতি যোগ দিলেন জামায়াতে

আহত জামায়াত কর্মী শিপন মণ্ডল বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতি গণসংযোগের সময় হঠাৎ আওয়ামী লীগের কিছু লোকজন আমাদেরকে বাধা দেয়। বাধা উপেক্ষা করে কার্যক্রম অব্যাহত রাখলে স্থানীয় আওয়ামী লীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের নির্দেশে তার লোকজন অতর্কিত হামলা চালায়। আমার ভাই স্বপন মন্ডলের কানে ৬টি সেলাই দেওয়া হয়েছে। তাছাড়া আমাকে মারপিট করে আহত করে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী ফ্যাসিস্টদের দ্রুত গ্রেফতারের দাবি করছি।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত সাহাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।’


এদিকে এ ঘটনার প্রতিবাদে রোববার (১৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাহাপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে নান্দিনা গ্রামে  প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইখলাসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ মো. রোকনুজ্জামান।


প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর  মো. নুরুল ইসলাম মন্ডল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মো. ওবায়দুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শামসুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: ‘মার্চ ফর গাজা’য় রাজনৈতিক দলের যেসব নেতারা অংশ নেন

বক্তারা বলেন,  দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। পতিত আওয়ামী লীগ সরকার এখনও গুপ্ত হামলা করে এটা উদ্বেগের বিষয়। হামলার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।


গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, 'এ ঘটনায় রাতেই অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন