মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আনিসুর রহমান লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক (এএআই) পদে কর্মরত।
আরও পড়ুন: চট্টগ্রামে ইয়াবা ও গাঁজা উদ্ধার, নারী আটক
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ের মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি মোটরসাইকেলে তল্লাশি করে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, ‘সহকারী উপ-পরিদর্শক (এএআই) পদে এ থানায় কর্মরত আনিসুর রহমান। তিনি গোবিন্দগঞ্জে গাঁজসহ পুলিশের হাতে ধরা পড়েছেন। তার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।’
আরও পড়ুন: এশিয়া ট্রান্সপোর্টের বাসে মিলল ১৬ কেজি গাঁজা, গ্রেফতার ২
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘গ্রেফতার পুলিশ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।’