বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী চরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত খোকা মিয়া ওই গ্রামের রশিদ সরকারের ছেলে।
পুলিশের হাতে আটক দুলাল মাঝি (৪৫) একই এলাকার বাসিন্দা।
নিহতের পরিবারের বরাতে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে কয়েকজন লোক খোকা মিয়ার বাড়ির সামনে এসে ডাকাডাকি করে। ডাকে সাড়া দিয়ে তিনি ঘর থেকে বের হলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে স্থানীয়রা গিয়ে দেখেন খোকা মিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী রোকেয়া বেগম জানান, চার-পাঁচজন ব্যক্তি বাড়িতে এসে খোকা মিয়াকে ডেকে বলেন, ‘এখানে মাছ ধরা যাবে কি না।’ কিছুক্ষণ পর গুলির মতো শব্দ শোনেন তিনি। বাইরে এসে দেখেন, স্বামী মাটিতে লুটিয়ে পড়েছেন।
আরও পড়ুন: গাইবান্ধায় বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
স্থানীয়দের দাবি, খোকা মিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
তবে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘গুলিবর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ভারি কোনো বস্তুর আঘাতে খোকা মিয়াকে হত্যা করা হয়েছে।’ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুলাল মাঝিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, ‘নিহতের মাথায় ধারালো ও ভারি বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। গুলির কোনো আলামত মেলেনি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
]]>
১ সপ্তাহে আগে
৬








Bengali (BD) ·
English (US) ·