মঙ্গলবার (২২ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুরিন হোসেন সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেলিম আহম্মেদ তুলিপের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: চীনের সহায়তার হাসপাতাল গাইবান্ধায় নির্মাণের দাবি
এছাড়া, সেলিম আহম্মেদ তুলিপ দীর্ঘদিন ধরে দলের পরিচয়ে বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন এবং দলের নেতাকর্মীদের হয়রানি করার অভিযোগও ওঠে। বিএনপির কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে তদন্ত করে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ ও লিখিত জবাব চেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাকে দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
]]>