গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৩ দিন আগে
গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া উপজেলা পরিষদ গেট থেকে জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সাঘাটা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা শেষে বের হওয়ার সময় উপজেলা পরিষদ গেট থেকে তাকে গ্রেফতার করে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। পরে তাকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।

 

আরও পড়ুন: গাইবান্ধায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

 

গ্রেফতার আমিনুল ইসলাম জুমারবাড়ি ইউনিয়নের আমদিরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ‘আমিনুল ইসলাম আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। চলমান ডেভিলহান্ট অভিযানের অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন