গাইবান্ধার একমাত্র কমিউনিটি রেডিওর নবম বর্ষপূর্তি

৫ দিন আগে
‘অগ্রযাত্রায় ৯’প্রতিপাদ্যে নিয়ে গাইবান্ধার একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও সারাবেলা ৯৮.৮’ এর নবম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় সারাবেলা মিটিংরুমে এ উপলক্ষ্যে কেক কাটা কর্মসূচির উদ্বোধন করেন রেডিও সারাবেলা উপদেষ্টা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- রেডিও সারাবেলার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আফরোজা বেগম লুপু, সদস্য আশরাফুল আলম, পারভীন আক্তার।

 

স্বাগত বক্তব্য রাখেন- রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান।

 

আরও পড়ুন: ঢাক-ঢোলের তালে গাইবান্ধায় বর্ষবরণ

 

এ সময় উপস্থিত ছিলেন- রেডিওটির সিনিয়র নিউজ প্রোডিউসার ফরহাদ হাসান, এ্যাসিস্ট্যান্ট নিউজ প্রোডিউসার আফসানা মিমি, এ্যাকাউন্টস অফিসার ফরহাদ রেজা, এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম প্রোডিউসার রেজওয়ান সাগরসহ ৩০ জন সম্প্রচারকর্মী।

 

পোগ্রাম সঞ্চালনা করেন রেডিও সারাবেলার সিনিয়র প্রোগ্রাম প্রোডিউসার কৃষ্ণ কমল।

 

এর আগে, রেডিওটির বর্ষপূর্তি উপলক্ষ্যে গাইবান্ধা পৌর এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে রোড শো করে সারাবেলার সম্প্রচার কর্মীরা।

 

আরও পড়ুন: অধরাই রয়ে গেল গাইবান্ধাবাসীর স্বপ্নের ঘাঘট লেক বাস্তবায়ন কাজ

 

উল্লেখ্য, রেডিও সারাবেলার নবম বর্ষপূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী সম্প্রচার করা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গাইবান্ধায় ২০১৭ সালের এই দিনে যাত্রা শুরু করে রেডিও সারাবেলা ৯৮.৮ এফ এম। সম্প্রচারের ৯ বছরে তারা অর্জন করেছে আন্তর্জাতিক ও জাতীয় ৮ টি অ্যাওয়ার্ড।

 

]]>
সম্পূর্ণ পড়ুন