গাইবান্ধায় সালিশে মারপিটে ইউপি সদস্য নিহত

২ সপ্তাহ আগে
গাইবান্ধা সদরের বোয়ালীতে পারিবারিক বিরোধ নিষ্পত্তি করতে গিয়ে মারপিটে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত ইউপি সদস্য আব্দুল জোব্বার বোয়ালি  ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নশরৎপুর গ্রামের মৃত খেজর উদ্দিনের ছেলে।


নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে ইউপি সদস্য আব্দুর জোব্বারের প্রতিবেশী ওয়ারেছ আলীর প্রবাসী ছেলে ময়নুলের স্ত্রীর সঙ্গে শাশুড়ি জোবেদা ও ননদ ফারহানা বেগমের বিবাদ হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য প্রতিবেশীরা ওই ইউপি সদস্যকে ডেকে আনলে আলোচনার এক পর্যায়ে ওয়ারেছের পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে আব্দুল জোব্বারকে মারধর করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: সাতসকালে দুই জেলায় সড়কে ঝরল ৬ প্রাণ

বিকেলে গাইবান্ধা সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


গাইবান্ধা সদর থানার ওসি (অপারেশন) মো. সাইদুর রহমান জানান, পারিবারিক বিবাদ নিষ্পত্তি করতে গিয়ে ওই ইউপি সদস্যের মৃত্যু হয়। পরিবারের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন