গাইবান্ধায় সড়কে প্রাণ গেল ২ জনের

৩ সপ্তাহ আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের পিছনে থাকা সুফিয়া বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

নিহত সুফিয়া বেগম উপজেলার সাহেবগঞ্জ এলাকার রেজাউল করিমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।


বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

স্থানীয়রা জানান, রেজাউল করিম তার স্ত্রী সুফিয়াকে নিয়ে ডা. দেখানোর উদ্দেশ্য মোটরসাইকেল নিয়ে গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিল। পথে কাটামোড় এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই সুফিয়া মারা যান।


বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


অপরদিকে সাঘাটায় মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে অটোভ্যান যাত্রী সাবিনা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম গুরুতর আহত হয়। দুপুরে সাঘাটা উপজেলার চিনিরপটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন: উন্নয়নের মানচিত্রে কেন বারবার পিছিয়ে গাইবান্ধা?

নিহত সাবিনা বেগম উপজেলার চিনিরপটল এলাকার শাহ আলমের স্ত্রী ও আহত মাহমুদুল ইসলাম  এনজিও কর্মী।


স্থানীয়রা জানান, দুপুরে সাবিনা বেগম অটোভ্যানে টিসিবির পণ্য নেওয়ার জন্য ঘুড়িদহ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এসময় চিনিরপটল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে অটোভ্যানটির সংঘর্ষ হয়। এতে সাবিনা বেগমসহ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হওয়ায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলামকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন