গাইবান্ধায় জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া

১১ ঘন্টা আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেলসহ ও ব্যবসা প্রতিষ্ঠান। দুই ঘণ্টার বেশি সময় ধরে থেমে থেমে চলা সংঘর্ষে উভয় দলের নেতাকর্মী, পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যার পর পলাশবাড়ী উপজেলা পরিষদের গেটে থেকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়। পরে রাত ৯টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

স্থানীয়রা জানান, মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াত নেতা রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে পরিষদের সদস্যদের অনাস্থা প্রস্তাব নিয়ে বিএনপি-জামায়াতের দু’পক্ষের নেতাকর্মীদের মাঝে বিরোধ চলে আসছিল।

 

আরও পড়ুন: একাত্তরের অপরাধ প্রমাণ হলে জাতির কাছে ক্ষমা চাইবে জামায়াত

 

বুধবার বিকেলে পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসানের কার্যালয়ে অনাস্থা প্রস্তাবের বিষয়ে শুনানি হয়। শুনানিতে পরিষদের সদস্যদের মধ্যে কয়েকজন অনাস্থা প্রস্তাবের পক্ষে কথা বলেন। এ নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা জড়িয়ে পড়ে। পরে পরিষদের গেটে এলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটে।

 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টু জানান, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

আরও পড়ুন: নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলা, জড়িতদের শাস্তি দাবি বিএনপির

]]>
সম্পূর্ণ পড়ুন