গাইবান্ধায় আইসক্রিম কারখানায় সেনা অভিযান

২ সপ্তাহ আগে
গাইবান্ধায় একটি অনুমোদনহীন খাদ্য ও আইসক্রিম কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গাইবান্ধা অস্থায়ী  সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা।


এ সময় দেশের বিভিন্ন আইসক্রিম, জুস ও দই কোম্পানির লেভেল ও প্যাকেট ব্যবহার করে তৈরি ও মেয়াদ উত্তীনের তারিখ ছাড়াই নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে বানানো বিপুল পরিমাণ আইসক্রিম, শিশুদের জন্য পলিব্যাগে তৈরি  জুস, দই ও এসব বানানোর বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। আটক করা হয় কারখানাটির মালিক সুমন মণ্ডলকে।


‎পরে উপজেলা  নিরাপদ খাদ্য পরিদর্শক নিরাপদ খাদ্য আইনে ওই কারখানার মালিক সুমন মন্ডলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত মালামাল স্থানীয়  প্রশাসনের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

আরও পড়ুন: গাইবান্ধায় স্টেশন মাস্টারকে মারধর, স্বামী-স্ত্রী কারাগারে

‎কারখানাটির মালিক সুমন মণ্ডল দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম, দইসহ এসব খাদ্য সামগ্রী তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালায় সেনাবাহিনী।


পলাশবাড়ী উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোস্তাফিজার রহমান জানান, সেনাবাহিনীর অভিযানের খবর পেয়ে ওই কারখানায় এসে  বিভিন্ন আইসক্রিম, জুস  কোম্পানির লেভেল ও প্যাকেট  ব্যবহার করে তৈরি ও মেয়াদ উত্তীনের তারিখ ছাড়াই  অস্বাস্থ্যকর পরিবেশে বানানো  আইসক্রিম, শিশুদের জুস, দই ও এসব বানানোর বিভিন্ন উপকরণ জব্দ অবস্থায় পান। নিরাপদ খাদ্য আইনে সতর্কতামুলক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন