গাংনী ইউএনও প্রীতম সাহার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

২ সপ্তাহ আগে
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গাংনী প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। গাংনী পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুরেলী আলভীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা উপজেলা নির্বাহী অফিসারের বদলি বাতিলের আহ্বান জানান।


মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রীতম সাহা দায়িত্ব পালনকালে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি জনবান্ধব সরকারি কর্মকর্তা হিসেবে সবার আস্থা অর্জন করেছেন। তার মতো একজন মানুষকে ছাড়তে নারাজ এলাকাবাসী। 


আর এ কারণেই বদলি আদেশ বাতিলের দাবি জানিয়েছে উপজেলাবাসী।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে ঘোড়ার লঙ্কাকাণ্ড, ছুটে আসতে হলো ইউএনওকে

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহিল মারুফ পলাশ, মেহেরপুর জেলা শহীদ জিয়া পরিষদের সভাপতি উজ্জ্বল হোসেন, সাহারবাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা খাতুন, যুবদল নেতা সাহিবুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সম্পাদক সুশান্ত কুমার পাত্র প্রমুখ।


প্রসঙ্গত, মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনার এক বদলি আদেশে প্রীতম সাহাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংযুক্ত এবং তার স্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত আনোয়ার হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। বদলি আদেশের খবর প্রকাশের পর গাংনীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ শুরু করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন