গলে শান্ত-মুশফিকের সেঞ্চুরি, বিপর্যয় সামলে চালকের আসনে বাংলাদেশ

৩ সপ্তাহ আগে
পাহাড়সম সমালোচনা নিয়ে ম্যাচটা খেলতে নেমেছিল বাংলাদেশ। টানা হারের ক্ষত সারাতে নেমে অবশ্য শুরুতেই বিপর্যস্ত হয়ে পড়ে নাজমুল হোসেন শান্তবাহিনী। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানেই ৩ উইকেট হারায় টাইগাররা। লঙ্কানদের ডেরায় তখন আরেকটি হতাশাজনক হারের শঙ্কা জেকে বসেছিল ক্রিকেট ভক্তদের মনে। তবে লড়াইয়ে যে এক বিন্দুও ছাড় দেবে না বাংলাদেশ, উইকেটে এসে সেটার আভাস দেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত।

বিপর্যয় থেকে দলকে রীতিমতো টেনে তুলেছেন এই দুই ব্যাটার। দুই শতাধিক রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেছেন তারা। দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। আর তাতে বিপর্যস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে চালকের আসনে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। 

 

গল টেস্টের প্রথম দিনে আজ (১৭ জুন) ৯০ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারানোর পর পুরো দিনে আর কোনো উইকেট হারায়নি টাইগাররা। শান্ত-মুশফিকের অপ্রতিরোধ্য জুটিতে ২৯২ রানে দিন শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

প্রথম দিনে শান্ত-মুশফিক মিলে যোগ করেছেন ২৪৭ রান। ২৬০ বল খেলে শান্ত অপরাজিত আছেন ১৩৬ রানে। অন্যদিকে, ১৮৬ বল খেলে ১০৫ রানে অপরাজিত আছেন মুশফিক।

 

তবে গলে দিনের শুরুটা ছিল বেশ হতাশার। দলের খাতায় ৫ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন এনামুল হক বিজয়। ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি। দলীয় ৩৯ রানে বিদায় নেন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৫৩ বলে ১৪ রান করে থারিন্দু রাথনায়েকের বলে এজ হয়ে স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ধরা পড়েন তিনি। 

 

সাদমান আউট হওয়ার কিছুক্ষণ পর বিদায় নেন শুরু থেকে ক্রিজে আধিপত্য করে খেলা মুমিনুল হক। রাথনায়েকের ঘূর্ণি পড়তে ভুল করে তিনিও স্লিপে ক্যাচ তুলে দেন। ৩৩ বলে ৪ চারের মারে ২৯ রানে থামে তার ইনিংস। ৪৫ রানে ৩ উইকেট হারানো পর দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিক ও অধিনায়ক শান্ত। 

 

আরও পড়ুন: শ্রীলঙ্কায় আবারও হাসল মুশফিকের ব্যাট, ১৩ ইনিংস পরে পেলেন সেঞ্চুরির দেখা

 

দলকে ৯০ রানে পৌঁছে দিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান দুজন। ফিরে এসে ফিফটি তুলে নেন তারা। ১৩৭ রানের জুটি গড়ে যান চা বিরতিতে। সেখান থেকে ফিরে এসে তুলে নেন সেঞ্চুরি।  

 

দেড় বছর আগে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সেঞ্চুরি করেছিলেন শান্ত। পরের ১১ টেস্টে দুই ফিফটি হাঁকালেও সেঞ্চুরির দেখা পাননি তিনি। সে ডেডলক ভাঙল শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে। আর মুশফিক সেঞ্চুরি পেয়েছেন ১৩ ইনিংস এবং ১০ মাস পর।

 

]]>
সম্পূর্ণ পড়ুন