গলাচিপায় ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

৩ সপ্তাহ আগে
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিথী দেবনাথ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৬ জুন) ভোর ৫টার দিকে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বিথী রতনদী তালতলী ইউনিয়নের বড় চৌদ্দআনী গ্রামের বাসিন্দা এবং উলানিয়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

 

তার চাচা অবনি দেবনাথ জানান, শুক্রবার বিথীর পেটে তীব্র ব্যথা ও বমি শুরু হলে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে আরিফ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

আরও পড়ুন: লবণাক্ত জমিতে আনারস চাষে বাজিমাত পটুয়াখালীর সুলতানের

 

স্থানীয়রা জানান, বিথী ছিলেন একজন মেধাবী ছাত্রী। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘গলাচিপা উপজেলায় এখন পর্যন্ত ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তারা সবাই চিকিৎসাধীন এবং পর্যবেক্ষণে রয়েছেন। বিথী দেবনাথের মৃত্যু বরিশালের একটি বেসরকারি হাসপাতালে হয়েছে বলে আমরা জেনেছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন