রোববার (৮ জুন) সকালে নিহত দুলাল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসে বিজয়নগর থানা পুলিশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার ঈদের দিন দুপুর ২টার দিকে কোরবানির মাংস কাটার সময় গরুর পায়ের রান ছোট-বড় করা নিয়ে দুলাল মিয়ার সঙ্গে তার ভাই রুবেলের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে রুবেল উত্তেজিত হয়ে দুলাল মিয়াকে মারধর করে জোরপূর্বক তার মুখে বিষ ঢেলে দেয়। পরে স্বজনেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান দুলাল মিয়া।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মাংস কাটতে গিয়ে আহত হয়ে হাসপাতালে শতাধিক
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ঘটনা জানার পর আমরা তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকে ছোট ভাই রুবেল পলাতক রয়েছেন।
আরও পড়ুন: ময়লার দুর্গন্ধে ‘বিয়ে ভাঙছে’ ব্রাহ্মণবাড়িয়ায়!
পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
]]>