শুক্রবার (৬ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ের উত্তর মেদিনীমণ্ডল মিনার মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গরু বিক্রি করে দুটি ট্রাকেই ব্যাপারীরা বাড়ি ফিরছিলে। উত্তর মেদিনীমণ্ডল মিনার মসজিদের কাছে পৌঁছালে একটি ট্রাককে পেছন দিক থেকে আরেকটি ট্রাক ধাক্কা সজোরে দিলে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
দুর্ঘটনার পর শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাজবাড়ী জেলার সোনাপুর বাজার এলাকার মো. খাইরুল শেখ (২৩) ও ফরিদপুর চন্দ্রপাড়া এলাকার সবুজ শেখ (১৭)।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, বেপরোয়া গতির কারণে পেছনের ট্রাকটি সামনের ট্রাককে ধাক্কা দিলে বিকট শব্দ হয়। দুটি ট্রাকই ক্ষতিগ্রস্ত হয়। আর দুই ট্রাকেই থাকা লোকজন আহত হন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করে তদন্ত শুরু হয়েছে।
]]>