দলবদল নিয়ে গম্ভীর ওভালে অনুশীলনে নেমেছিলেন। তার সঙ্গে ঝামেলা বাধে কিউরেটর লি ফোর্টিসের। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, মাঠে যাওয়ার পর সেখানকার ব্যবস্থা দেখে খুশি হতে পারেননি গম্ভীর। মাঠ কর্মীদের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। এ সময় কিউরেটর তাকে পিচ থেকে অন্তত আড়াই মিটার দূরে থাকতে বলেন। তাতে রেগে যান গম্ভীর।
কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আঙুল উঁচিয়ে কথা বলা শুরু করেন টিম ইন্ডিয়ার কোচ। বার বার চিৎকার করে তাকে বলতে শোনা যায়, ‘আমাদের কী করতে হবে সেটা আপনারা বলতে পারেন না।’ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে সেখানে ছুটে আসেন সীতাংশু কোটাকসহ ভারতের বাকি সহকারী কোচেরা। তারা গম্ভীরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে খেলতে ভারতের অস্বীকৃতি, না খেলেই ফাইনালে পাকিস্তান
বৃহস্পতিবারের (৩১ জুলাই) ম্যাচকে সামনে রেখে এই প্রসঙ্গটি উঠেছিল শুভমান গিলের সংবাদ সম্মেলনে। ভারত অধিনায়ক মনে করছেন, ফোর্টিসের ওই নির্দেশ সম্পূর্ণ অপ্রয়োজনীয়। তিনি বলেন, ‘গতকাল যা ঘটল, সম্পূর্ণ অপ্রয়োজনীয়।’
কিউরেটরদের নির্দেশ মাথায় ঢুকছে না উল্লেখ করে গিল যোগ করেন, ‘এটাই প্রথম আমাদের উইকেট দেখা না। গত দুই মাস ধরেই দেখছি। একজন কোচের উইকেট দেখার অধিকার রয়েছে। তাতে ভুল কিছু হয়েছে বলে তো মনে হয়নি। আমি বুঝতে পারছি না কিউরেটররা কেন আমাদের কাছে গিয়ে উইকেট দেখতে দেননি।’