গভীর সমুদ্রে ডাকাতির কবলে জেলেরা, উদ্ধার করল কোস্ট গার্ড

১ সপ্তাহে আগে
কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, গত ৩ জানুয়ারি রাত ৮টায় কক্সবাজারের মহেশখালী থেকে পশ্চিম গভীর সমূদ্র এলাকায় ‘এফ বি আল্লাহর দান-২’ নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ডাকাতদল বোটে থাকা মাছ, জাল, খাবার ও প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি ডাকাতি করে বোটটি সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

 

আরও পড়ুন: মহেশখালিতে একাধিক পিস্তল ও গুলিসহ একজনকে আটক করল কোস্ট গার্ড

 

খবর পেয়ে, কোস্ট গার্ড সেই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করে। এসময় গুরুতর আহত ২ জন জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করে ফিশিং বোটসহ মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

 

আরও পড়ুন: শ্বাসকষ্টে আক্রান্ত শিশুকে মাঝনদী থেকে হাসপাতালে নিল কোস্ট গার্ড

 

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন