গফরগাঁওয়ে জামগাছ থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের

৩ সপ্তাহ আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামগাছ থেকে পড়ে গিয়ে আলতাফ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আলতাফ হোসেন একই ইউনিয়নের পাকাটি গ্রামের বাসিন্দা।

 

আরও পড়ুন: নিখোঁজের দুদিন পর কর্ণফুলী নদীতেই মিলল জেলে নকুলের মরদেহ

 

বারবাড়িয়া ইউনিয়ন পরিষদের মহল্লাদার আসাদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আলতাফ হোসেন এলাকা ঘুরে গাছ থেকে জাম কিনে অন্যত্র বিক্রি করতেন। দুপুরে বাংলা বাজার এলাকায়  জাম পারার জন্য গাছে উঠে।

 

গাছ থেকে  জাম পাড়ার এক পর্যায়ে অসাবধানতায় পা ফসকে গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন