গতবছরের চেয়ে এবার আরেকটু বড় পরিসরে হচ্ছে গ্লোবাল সুপার লিগ। দলের সংখ্যা বেড়েছে একটি। গতবার ৪ দল নিয়ে হলেও এবার পাঁচ দল নিয়ে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগ। আইএল টি-টোয়েন্টি এবং বিগ ব্যাশের চ্যাম্পিয়ন দল অংশ নিচ্ছে এবারের আসরে। নিউজিল্যান্ড থেকেও আসছে একটি দল। তবে গতবার পাকিস্তান থেকে একটি দল থাকলেও এবার সেটি হচ্ছে না।
আগামী আগামী ১০ জুলাই গায়ানায় শুরু হচ্ছে জিএসএলের দ্বিতীয় আসর। টুর্নামেন্টকে সামনে রেখে এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স এবং নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্যাগস নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ইতোমধ্যেই। এবার এই তালিকায় যুক্ত হলো গায়ানা।
জিএসএলকে সামনে রেখে এবারের আসরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে গায়ানা। স্কোয়াডে আছেন রহমানউল্লাহ গুরবাজ, ইমরান তাহির, মঈন আলী এবং শিমরন হেতমায়ারের মতো তারকারা। তবে জায়গা মেলেনি বাংলাদেশের তানজিমের।
এবারের আসরের জন্য দলে ৬ বিদেশি ক্রিকেটারকে নিয়েছে গায়ানা। তারা হলেন রহমানউল্লাহ গুরবাজ, ডোয়াইন প্রিটোরিয়াস, সাউদ শাকিল, মার্ক অ্যাডায়ার, ইমরান তাহির এবং মঈন আলী। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলেরও কয়েকজন তারকা খেলোয়াড় জায়গা পেয়েছেন দলটির স্কোয়াডে।'
জিএসএলে গায়ানার স্কোয়াড-
ইমরান তাহির, এভিন লুইস, জনসন চার্লস, মঈন আলী, শিমরন হেটমায়ার, সাউদ শাকিল, রোমারিও শেফার্ড, ডোয়াইন প্রিটোরিয়াস, গুড়াকেশ মোতি, আকিল হোসেন, রহমানউল্লাহ গুরবাজ, মার্ক অ্যাডায়ার, জোয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিঙ্গার এবং আমির জাঙ্গো।
]]>