আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জিএসএ’র অংশগ্রহণ সুষ্ঠু ও সংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যে এই কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে জিএসএ’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই কমিটির কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
আরও পড়ুন: বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী ও প্রধান সমন্বয়ক ইসমাইল
জিএসএ’র নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, দলীয় গঠনতন্ত্র ও রাজনৈতিক নীতিমালার আলোকে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ের বিষয়ে কাজ করবে এই কমিটি।
কমিটির অন্য সদস্যরা হলেন, জিএসএ’র রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অপরাজিতা চন্দ, জাহিদুর রহমান সুজন, আবু রায়হান, সাইফুল্লাহ সিদ্দিক রুমন এবং কেন্দ্রীয় পরামর্শক পরিষদের সদস্য গ্রুপ ক্যাপ্টেন মোঃ খালেদ হোসাইন (অবঃ)।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·