বুধবার (৫ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজার বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ওই ঘটনায় সরোয়ার নামে এক বিএনপি কর্মি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির বিবাদমান দুগ্রুপের বিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন (উত্তর) পুলিশের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম সময় নিউজকে বলেন, বিকেলে নির্বাচনী প্রচারণার সময় গোলাগুলি শুরু হয়। এরশাদ উল্লাহর বুকে গুলি লেগে পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার চিকিৎসা চলছে এবং তিনি আশঙ্কামুক্ত।
]]>

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·