বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মিরপুর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
উপদেষ্টা বলেন, গণতন্ত্র চর্চা করলে সমাজের বৈষম্য হ্রাস পায়। তাই বিদ্যালয়, অফিসসহ সমাজের প্রতিটি পর্যায়ে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।
আরও পড়ুন: দুপুরের খাবার পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদরা যে আদর্শের জন্য আত্মত্যাগ করেছেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।’
এর আগে অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।