বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
রুডিগার লোটজ বলেন, আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন। এখানে ১২ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ ভোট দেয়ার মাধ্যমে নিজেদের গণতান্ত্রিক ইচ্ছা প্রকাশ করবেন। আর এর মাধ্যমে দেশটি এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের অঙ্গনে আবারও যোগ দেয়ার সুযোগ পাবে।
রাষ্ট্রদূত আরও বলেন, আগামী নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিকভাবে এবং বৈশ্বিক গণতন্ত্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। নির্বাচন কমিশন এই বিশাল চ্যালেঞ্জের প্রস্তুতি নেয়ায় অত্যন্ত ভালো কাজ করছে এবং আমি তাদের শুভকামনা জানাই। একইসঙ্গে বাংলাদেশের জনগণকেও শুভকামনা জানাই— গণতন্ত্রে ফিরে আসার এই যাত্রায়। আপনাদের অনেক ধন্যবাদ।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে উৎসবমুখর, জার্মান রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
জার্মান রাষ্ট্রদূত আরও বলেন, আমরা মনে করি, দেশের একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন — এমন একটি বিশ্বাসযোগ্য নির্বাচন, যাতে বিভিন্ন দল অংশ নিতে পারে।
]]>

                        ১ সপ্তাহে আগে
                        ৩
                    







                        Bengali (BD)  ·       
                        English (US)  ·