শুক্রবার (২৮ মার্চ) বিকেলে জেলা বিএনপি সদস্য সচিব সেনাংশু সরকার কুট্টির নেতৃত্বে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা পটুয়াখালী জেলার দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের শহীদের শ্বশুরবাড়িতে তার স্ত্রী হাতে এ ঈদ উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক পৌর মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, জেলা যুবদলের সভাপতি মনিরুজ্জামান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থান / মাদারীপুরে ৯ শহীদ পরিবারকে তারেক রহমানের সহায়তা
উল্লেখ্য, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন মোহাম্মদ জসিম হাওলাদার। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।