গজারিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৩ সপ্তাহ আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভবেরচর এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) বিকেল পৌনে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ওয়াজ কুরুনী (২৮)। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের আব্দুল হামিদের ছেলে। আহত মোটরসাইকেল চালকের নাম লোকমান হোসেন (৩৫)। তিনি একই এলাকার আ. জলিল সরকারের ছেলে।


পুলিশ জানায়, ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় ফেনী থেকে ছেড়ে আসা ‘ড্রীম লাইন’ নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দিলে তা নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী ওয়াজ কুরুনী মারা যান এবং চালক লোকমান হোসেন গুরুতর আহত হন।


আহত লোকমান হোসেনকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।


আরও পড়ুন: মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ব্যবসায়ী নিহত


দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়।


ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ শওকত হোসেন জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন