বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, বসুন্ধরা টিস্যু কারখানায় বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস তাৎক্ষণিক গিয়ে নেভানোর চেষ্টা চলায়। কিন্তু কুলিয়ে উঠতে না পারায় পরে যোগ দেয় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ও কুমিল্লার দাউদকান্দি ফায়ার সার্ভিস। পরে রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: বিক্ষোভের আগুনে জ্বলছে ফ্রান্স, গ্রেফতার ৪ শতাধিক
ঘটনাস্থলে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, আগুন নিয়ন্ত্রণের পর পরিস্থিতি এখন স্বাভাবিক। নিজস্ব অগ্নিনির্বাপক দিয়ে চেষ্টা চলায়। কিন্তু ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।