খড়ের গাদায় পাওয়া গেল নগদ টাকা-স্বর্ণালঙ্কার

২ দিন আগে
চাঁদপুরের মতলব উত্তরে এবার খড়ের গাদায় মিলেছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। থানার পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিপুল পরিমাণ এই নগদ অর্থ ও স্বর্ণালংকার। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা এবং আনুমানিক ১০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার।

 বুধবার সন্ধ্যায় এই নিয়ে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান এমন তথ্য জানান।


তিনি জানান, দুপুর পৌঁনে ১টায় উপজেলার ছেংগারচর পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডের আল মামুন টিটু (২৪) নামে এক বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। 


তিনি আরও জানান, পরবর্তীতে থানা পুলিশ বড় ঝিনাইয়া এলাকায় দুলাল বেপারীর মালিকানাধীন আবাদি জমিতে বর্গাচাষি মো. মোসলেম মিয়ার খড়ের গাদার ভেতর থেকে পরিত্যক্ত দুইটি ব্যাগের সন্ধান পায়।


ওসি কামরুল হাসান নিজে এবং বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় লোকজনের সামনে তল্লাশি চালিয়ে খড়ের গাদা থেকে দুইটি ব্যাগ উদ্ধার করা হয়। তল্লাশিকালে একটি কালো রঙের রেক্সিনের ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া যায় নগদ ২ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা। অপর একটি ক্রিম রঙের শপিং ব্যাগের ভেতরে থাকা নেভি-ব্লু রঙের পলাশ জুয়েলার্সের গহনার বক্স, ‘লোকনাথ বাবা স্বর্ণ শিল্পালয়’ লেখা একটি ছোট কাপড়ের ব্যাগ এবং নীল-কালো রঙের আরেকটি ছোট ব্যাগ থেকে উদ্ধার হয় মোট ৬ ভরি ৪ আনা ৫ রতি ৬ পয়েন্ট স্বর্ণালঙ্কার। যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ১০ লাখ ৯০ হাজার টাকা। উদ্ধারকৃত নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাওয়ায় জব্দ তালিকামূলে তা থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: হাঁস কিনতে গিয়ে প্রতারণার শিকার পুলিশ সুপার, ২ ব্যবসায়ীকে জেল-জরিমানা

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় পাওয়া টাকা ও স্বর্ণালংকার আমরা আইনানুগভাবে জব্দ করেছি। এগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত চলছে। কেউ যদি এসব মালামালের বৈধ মালিকানা দাবি করেন, তাহলে প্রয়োজনীয় কাগজপত্রসহ চাঁদপুর বিজ্ঞ আদালতে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।’
 

এদিকে, পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত আছে কিনা, তাও তদন্তের মাধ্যমে উদঘাটনের চেষ্টা চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন