খেয়া ঘাটে করছিলেন অপেক্ষা, বজ্রপাতে মুহূর্তেই প্রাণ গেল ৩ জনের

৫ দিন আগে
কুমিল্লার হোমনায় বজ্রপাতে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, দুপুরে এলাকায় ভারী বৃষ্টি শুরু হলে ভবানীপুর ঘাটে উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

 

আরও পড়ুন: মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

 

নিহতরা হলেন, হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত হাজি মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭) ও জাকিয়া (২৩) এবং অপরজন দুলালপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)।

 

আরও পড়ুন: মনপুরায় বজ্রপাতে ৯টি গরু-মহিষসহ কাঁকড়া শিকারির মৃত্যু

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন