বলিভিয়া জাতীয় দলকে পয়েন্ট কেটে শাস্তি দেওয়া হতে পারে বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। দুই খেলোয়াড়ের ডোপিং কেলেঙ্কারির কারণে এই শাস্তির মুখোমুখি হতে পারে দক্ষিণ আমেরিকার দলটি। যদি এই শাস্তি কার্যকর হয়, তাহলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বাকি থাকা দুই ম্যাচে মাঠে নামার আগেই আগেই বলিভিয়া ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ হারাবে।
যে দুই খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা হলেন সুইজারল্যান্ডের দ্বিতীয় স্তরে খেলা বোরিস সেস্পেদেস ও বলিভিয়ার শীর্ষ লিগের দল বলিভারে খেলা রামিরো ভাকা। ধারণা করা হচ্ছে, তারা মাঠের অধিক উচ্চতার প্রভাব কমানোর জন্য কিছু নিষিদ্ধ দ্রব্য গ্রহণ করেছিলেন। কোচ অস্কার ভিয়েগাসের দল বর্তমানে এল আল্তো শহরে হোম ম্যাচ খেলছে। অভিযোগ অনুযায়ী, সেস্পেদেস চিলি ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এই অপরাধ করেন, আর ভাকা কোপা লিবার্তাদোরেসে খেলাকালীন তা করেন।
আরও পড়ুন: ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ক্যাম্প ন্যু-তে যাচ্ছেন রাশফোর্ড!
যদি শাস্তি কার্যকর হয়, তাহলে বলিভিয়া বিশ্বকাপে খেলার স্বপ্ন থেকে বঞ্চিত হবে। এটি হলে, দেশটি তাদের ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপে ওঠার সুযোগ হারাবে (তাদের পূর্ববর্তী বিশ্বকাপ অংশগ্রহণ ছিল ১৯৩০, ১৯৫০ ও ১৯৯৪ সালে)। বলিভিয়া বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে, যেখানে ভেনেজুয়েলা ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফ স্থানে (সপ্তম) রয়েছে।
বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার বাকি ম্যাচ দুটি কলম্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে। আগামী সেপ্টেম্বরে বাছাই পর্বের শেষ দুই রাউন্ডে প্রথমে কলম্বিয়ার বিপক্ষে (৫ সেপ্টেম্বর) তাদের মাঠে খেলবে বলিভিয়া। ব্রাজিলের বিপক্ষে পরবর্তী ম্যাচটি ১০ সেপ্টেম্বর ঘরের মাঠে খেলবে তারা।
প্লে-অফ অবস্থানে থাকা ভেনেজুয়েলার শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ আর্জেন্টিনা ও কলম্বিয়া। এই পরিস্থিতিতে, পয়েন্ট কাটলে বলিভিয়ার বিশ্বকাপে ওঠার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাবে।