শুক্রবার (১৩ জুন) ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিল এলাকা এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই কিশোর হঠাৎ একটি দোকানে ঢুকে খেলনা পিস্তল বের করে টেবিলে রাখে। এরপর দোকানের গ্লাসে লাথি মেরে বলে, ‘ক্যাশবাক্সে যা আছে বের কর, না হয় গুলি করে মেরে ফেলব।’ এ সময় আশপাশের দোকানিরা দ্রুত এগিয়ে এসে তাদের ধরে ফেলেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মেহেদী হাসান জানান, তিনি জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় 'মেসার্স খান হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিকস' নামের একটি দোকান পরিচালনা করেন।
তিনি বলেন, ‘ওদের আমি আগে কখনো দেখিনি। হঠাৎ দোকানে ঢুকে কোমর থেকে পিস্তল বের করে ভয় দেখাতে শুরু করে। দূর থেকে দেখতে আসল পিস্তলের মতোই মনে হচ্ছিল। আমি ভয়ে চুপ থাকি। তবে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে তাদের ধরে ফেলে।’
আরও পড়ুন: পারিবারিক কলহ, ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহের পাশে পিস্তল-চিরকুট
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, ‘খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টাকালে দুই কিশোরকে আটক করা হয়েছে। তারা জানিয়েছে, স্থানীয় এক ডাকাতের কাছ থেকে পিস্তলটি সংগ্রহ করেছে। তাকে ধরার চেষ্টা চলছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হবে এবং আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে প্রেরণ করা হবে।
]]>