খুশদিল ঝড়ে চ্যালেঞ্জিং সংগ্রহ রংপুরের

২ সপ্তাহ আগে
উড়তে থাকা রংপুরকে আজ (১৭ জানুয়ারি) শুরুটা ভালো করতে দেয়নি চিটাগাং কিংস। চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে প্রথম ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে কেবল ৮৩ রান করতে পেরেছিল দলটি। তবে শেষদিকে ঝড় তোলেন খুশদিল শাহ। ২৮ বলে তার ৫৯ রানের ঝোড়ো ইনিংসে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে রংপুর।

টস হেরে ব্যাটিংয়ে শুরুটা তেমন ভালো হয়নি রংপুরের। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ৯ রানে আউট হন ওপেনার তৌফিক খান। আরেক ওপেনার স্টিভেন টেলরও তেমন হাত খুলে ব্যাটিং করতে পারেননি। পাওয়ারপ্লে থেকে আসে ৩১ রান।

 

পাওয়ারপ্লের পর রানের গতি কিছুটা বাড়ান টেলর এবং সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে গড়েন ৫৪ রানের জুটি। দশম ওভারে তাদের এই জুটি ভাঙেন আলিস আল ইসলাম। ১৮ বলে ১৭ রান করেছেন সাইফ।

 

সাইফের বিদায়ের পর যুক্তরাষ্ট্রের ওপেনার টেলরও ফেরেন দ্রুত। ৩২ বলে ৩৯ রান করে নাইম ইসলামের বলে আউট হন তিনি। পাকিস্তানের বিধ্বংসী ব্যাটার ইফতিখার আহমেদও বোকা বনেছেন ঘূর্ণির কাছে। মাত্র ৩ রান করে আরাফাত সানির বলে আউট হন এই ব্যাটার।

 

পঞ্চম উইকেটে হাল ধরেন খুশদিল এবং নুরুল হাসান সোহান। দুজনের ৪১ রানের জুটিতে মূলত খুশদিলই রান তুলেছেন। দারুণ ফর্মে থাকা সোহান ফিরেছেন ১০ বলে কেবল ৮ রানে। 

 

আরও পড়ুন: সিলেটকে হারিয়ে প্লে অফের দৌড়ে রইল রাজশাহী

 

সোহানের বিদায়ের পর খুশদিন একাই দায়িত্ব কাঁধে তুলে নেন। মোহাম্মদ ওয়াসিমের করা ১৮তম ওভারে ৩ ছক্কা ও ১ চারে নেন ২৫ রান। ওই ওভারেই অবশ্য আউট হয়েছেন তিনি।

 

শেষদিকে ১২ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন শেখ মেহেদী। ৪ বলে ৮ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

 

চিটাগাংয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন বিনুরা ফার্নান্দো। ৪ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। পুরো ইনিংসে তিনি বাউন্ডারি হজম করেছেন কেবল ১টি, সেটাও ইনিংসের শেষ বলে। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন আলিস এবং মোহাম্মদ ওয়াসিম। তবে দুজনেই বেশ খরুচে ছিলেন।  
 

]]>
সম্পূর্ণ পড়ুন