খুলনায় ৮ থানার ওসি রদবদল

৩ সপ্তাহ আগে
খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেএমপি’র আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামকে বদলি করে খুলনা সদর থানায় পাঠানো হয়েছে। অপরদিকে খুলনা থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুমকে পদায়ন করা হয়েছে লবণচরা থানায়।

 

হরিণটানা থানার দায়িত্বে থাকা শেখ খায়রুল বাশারকে বদলি করে আড়ংঘাটা থানায় প্রেরণ করা হয়েছে। এদিকে লবনচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামানকে হরিণটানা থানায় এবং আড়ংঘাটা থানার দায়িত্বে থাকা মোঃ তুহিনুজ্জামানকে পদায়ন করা হয়েছে খানজাহান আলী থানায়।

 

আরও পড়ুন: এবার খুলনায়ও গণছুটিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

 

খানজাহান আলী থানার ওসি কবির হোসেনকে বদলি করে সোনাডাঙ্গা মডেল থানার দায়িত্ব দেয়া হয়েছে। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলীকে খালিশপুর থানায় পাঠানো হয়েছে, আর খালিশপুর থানার ওসি মো. রফিক ইসলামকে বদলি করে দৌলতপুর থানায় নিয়োগ দেয়া হয়েছে।

 

আরও পড়ুন: খুলনায় পুলিশের লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ২

 

খুলনা মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ (মিডিয়া) জানান, নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা খুব শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দেবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন