খুলনায় ৪২ লাখ শিশু পাবে টাইফয়েড টিকা

১ সপ্তাহে আগে
দেশব্যাপী টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে আগামী ১২ অক্টোবর শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় এ ক্যাম্পেইনের মাধ্যমে খুলনা বিভাগে প্রায় ৪২ লাখ ৫৯ হাজার শিশুকে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত বিভাগীয় অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। সভার আয়োজন করে খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। 

 

তিনি বলেন, টাইফয়েড টিকা গ্রহণে পরিবার ও প্রতিবেশীদের সচেতন করা জরুরি। নির্দিষ্ট দিনে শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
 

সভায় জানানো হয়, খুলনা বিভাগের ১০ জেলার প্রায় ৩২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ক্যাম্পেইন পরিচালিত হবে। প্রথম ধাপ চলবে ১২ অক্টোবর থেকে ২০ অক্টোবর এবং দ্বিতীয় ধাপ ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এ পর্যন্ত খুলনা বিভাগে অনলাইনে প্রায় ১১ লাখ শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট ব্যবহার করে অনলাইনে নিবন্ধন সাপেক্ষে ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এক ডোজ টিসিভি টিকা পাবে।
 

আরও পড়ুন: অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু, খুমেকে দুদকের অভিযান

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইপিআই এন্ড সার্ভিলেন্সের উপপরিচালক ডা. মোহাম্মদ শাহারিয়ার সাজ্জাদ, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আকিব উদ্দিন ও ইউনিসেফ খুলনার চিফ মো. কাউসার হোসেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কো-অর্ডিনেটর ডা. মো. আরিফুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে টিকাদান কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
 

সভায় খুলনা বিভাগের ১০ জেলার সিভিল সার্জন, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও ইমামরা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন