খুলনায় সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ দুই মাদ্রাসাছাত্র

৬ দিন আগে
খুলনা মহানগরীর সদর থানাধীন ৪ নম্বর কাসেম সড়কে সাইনবোর্ড স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক দগ্ধ হয়েছে দুই মাদ্রাসাছাত্র।

রোববার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে লাইন্স স্কুলের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।


আহতরা হলো, নগরীর ১ নম্বর কাস্টম ঘাট এলাকার মো. সোহেল শেখের ছেলে মো. রাব্বি (১৩),  মো. মনিরুজ্জামানের ছেলে মো. দিদারুজ্জামান (১৫)। তারা দু’জনই স্থানীয় আল ফারুক মাদ্রাসার শিক্ষার্থী।


স্থানীয়রা জানান, মাদ্রাসার একটি সাইনবোর্ড বৈদ্যুতিক খুঁটিতে স্থাপনের সময় অসাবধানতাবশত তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে রাব্বির গলা, মুখমণ্ডল, পিঠ ও বাম হাত দগ্ধ হয়। অন্যদিকে দিদারুজ্জামানের দুই পায়ের আঙুল, বাম হাঁটুর নিচের অংশ ও ডান হাত মারাত্মকভাবে দগ্ধ হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় তাদের সার্জারি বিভাগের ১১-১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।


নগরীর সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দগ্ধ অবস্থায় দুই মাদ্রাসা ছাত্রকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার তথ্য পেয়েছি। বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন