শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মরদেহ নিয়ে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল লাশবাহী অ্যাম্বুলেন্সটি। গুটুদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানটি দুমড়ে-মুচড়ে সড়ক থেকে ছিটকে পড়ে এবং অ্যাম্বুলেন্সটি পাশের একটি গাছে ধাক্কা খায়।
দুর্ঘটনায় ভ্যানে থাকা চার যাত্রীর মধ্যে গুরুতর আহত অবস্থায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কালিপদ মন্ডলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে ইলিয়াস সরদার মারা যান।
আরও পড়ুন: ২০২৫ সালে ‘খুনের’ শহর ছিল খুলনা
নিহত কালিপদ মন্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মন্ডলের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক সবুজ মন্ডল, সাহিদ গাজী ও আয়শা বেগম। তাদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খর্নিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। মরদেহ দুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·